ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৪শ’ কোটি টাকার প্রবাহ বাড়ছে

তারল্য সংকট কাটাতে ১১ মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
তারল্য সংকট কাটাতে ১১ মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

ঢাকা: শেয়ারবাজারের তারল্য সংকট কাটাতে ১১ মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ফান্ডগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বাজারে অর্থপ্রবাহ বাড়াতে মঙ্গলবার এসইসির এক জরুরি বাজার পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



১১ মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে প্রায় ৪শ’ কোটি টাকা শিগগিরই বাজারে প্রবেশ করবে।

প্রাথমিকভাবে স্পন্সর শেয়ারহোল্ডারদের অর্থ সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট অগ্রণী ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোব্যাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি  ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রুপালী লাইফ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও  ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

এসইসির অনুমোদন পাওয়া যেসব মিউচ্যুয়াল ফান্ড এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি সেসব ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন পাওয়া এসব মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসইসি বিনিয়োগের অনুমোদন দেয় বলে জানান এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

যেসব মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে শেয়ার ক্রয়ে বিনিয়োগ করা হবে সেগুলো হচ্ছে- সোনালি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ ২৫ কোটি টাকা, ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এলআর গ্লোবাল ফাস্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড ১ম মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা, এনএলআই ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ২য় মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা ও ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা।

এছাড়া সোমবার এসইসির ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২শ’ কোটি টাকার ফান্ডের অনুমোদন দেয়। উদ্যোক্তা অংশ সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগের ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছে এসইসি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।