ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে এসএমই ফাইন্যান্সিং ফেয়ার শুরু

এসএমই খাতের ঋণ নিয়ে ঢালাও অভিযোগ ঠিক নয়: বিবি গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
এসএমই খাতের ঋণ নিয়ে ঢালাও অভিযোগ ঠিক নয়: বিবি গভর্নর

চট্টগ্রাম: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহামান বলেছেন, এসএমই খাতে দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে ঢালাওভাবে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।

তিনি আরও বলেছেন, ঘোষিত মুদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখেই ঋণ দেওয়া হচ্ছে।

ঋণ যেমন দেওয়া হচ্ছে তেমনি আদায়ও হচ্ছে। ঋণের অর্থ নির্দিষ্ট খাতে ব্যবহার হচ্ছে কিনা তা আমরা কড়া নজরদারি করবো।
 
মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘এসএমই ফাইন্যান্সিং ফেয়ার ২০১১ এর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন বিভাগীয় পর্যায়ে প্রথম চট্টগ্রামে এই মেলার আয়োজন করেছে।
 
দুই দিনব্যাপী এই মেলায় সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহন  করছে।
 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বলেন, গত এক বছরে এসএমই খাতে ঋণ বিতরনে ব্যাংকগুলোর যে লক্ষ্যমাত্রা (৩৮হাজার কোটি) ছিল তার ১৪০ শতাংশ অর্জিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান  শাইখ সিরাজ, ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ রেজওয়ানুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ) সুকোমল সিংহ চৌধুরী।

সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad