ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসই-তে দরপতন অব্যাহত, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ডিএসই-তে দরপতন অব্যাহত, বিক্ষোভ

ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনও দরপতন অব্যাহত রয়েছে। এদিন ডিএসই’র প্রায় সব শেয়ারের দাম ও সূচকে বড় ধরনের দরপতন ঘটলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।



এদিন সকালে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিএসই’র সাধারণ সূচক ৩শ’ পয়েন্টেরও বেশি নেমে যায়। এরপর সূচক আরও নামতে শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় সূচক ৪৩৬ পয়েন্ট নেমে যায়।

ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ডিএসইর মূল ভবন ও মধুমিতা ভবনের কাচ ভাংচুরসহ দুই ভবনে আগুন লাগানোর চেষ্টা চালায়।

এ সময় তারা একাধিক ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানের উপর চড়াও হয়।

বিকাল ৪টা পর্যন্ত থেমে থেমে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলে।

এ সময় ঘটনাস্থল থেকে মোট ৪৫ জনকে আটক করা হয় বলে মতিঝিল জোনের ডিসি আবদুল বাতেন।     

এদিকে পুঁজিবাজারের এ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এসইসি এবং ডিএসই’র কর্মকর্তারা।    

এদিন ডিএসই-তে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

এর মধ্যে দর বেড়েছে ৩টির, কমেছে ২৪৬টির।

মোট শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৪৬৪টি। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকা।

 এটা গতকালের তুলনায় ৫২ কোটি ৬২ লাখ টাকা কম।

গতকাল টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছিল ৭১৫ কোটি ৬৮ লাখ টাকা।  

এদিন লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতকালের তুলনায় ৪৭২ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭৯ দশমিক ৫০।

গতকাল ডিএসই সাধারণ সূচক ছিল ৬০৫২ দশমিক ৪১।

অব্যাহত দরপতনের কারণে বাজার মূলধনও কমে যাচ্ছে প্রতিদিন।

এদিন বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার কোটি টাকা। গতকাল বাজার মূলধনের পরিমাণ ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৮ কোটি টাকা।

সোমবার দাম বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্ট্যান্ডার্ড সিরামিকস্, জনতা ইন্স্যুরেন্স ও ব্র্যাক ২য় বন্ড।

অন্যদিকে দর পতনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ফাইন ফুডস্, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, নাভানা সিএনজি, প্রাইম ইন্স্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।