ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রী জানালেন সরকারি শেয়ার এখনই বাজারে আসছে না, ২০ ফেব্রুয়ারি ফের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
অর্থমন্ত্রী জানালেন সরকারি শেয়ার এখনই বাজারে আসছে না, ২০ ফেব্রুয়ারি ফের সিদ্ধান্ত

ঢাকা: সরকারি শেয়ার আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই।

সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তবে এ ব্যাপারে ২০ ফেব্রুয়ারি আবারও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।  

এর আগে সকাল থেকেই সিদ্ধান্তের বিষয়টি প্রচার করে আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, অব্যাহত দরপতনে বাজার স্থিতিশীল রাখতে আপাতত সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

এসময় অর্থমন্ত্রী এও অভিযোগ করেন সরকারি কোম্পানির শেয়ার বাজারে আসছে শুনে অনেকেই ইচ্ছে করে দাম কমানো শুরু করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

অর্থমন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী ২০ ফেব্রুয়ারি এ ব্যাপারে আবারও সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সময় ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।