ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই ব্রোকারেজ হাউজের লেনদেন তদন্তে পৃথক দুই তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
দুই ব্রোকারেজ হাউজের লেনদেন তদন্তে পৃথক দুই তদন্ত কমিটি গঠন

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সদস্য দুই ব্রোকারেজ হাউজের লেনদেন তদন্তে দুই সদস্যের বিশিষ্ট পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ব্রোকারেজ হাউজ দু’টি হচ্ছে - হ্যাক সিকিউরিটিজ ও ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড।



রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয়।

ব্রোকারেজ হাউজ দু’টির বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি আগ্রাসী বিক্রয়ের অভিযোগ রয়েছে বলে জানায় এসইসি।

এসইসি সূত্র জানায়, গঠিত দুই তদন্ত কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। হ্যাক সিকিউরিটিজ-এর লেনদেন তদন্ত করবেন এসইসি’র উপ-পরিচালক মাহবুবুল ইসলাম ও সহকারী পরিচালক ওয়াহিদুল আলম। অন্যদিকে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড-এর লেনদেন তদন্ত করবেন এসইসি’র উপ-পরিচালক মোতাসিম বিল্লাহ ও সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন খান।    

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।