ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঋণখেলাপীর জন্য তদ্বির আর অসততা দায়ী: ইব্রাহিম খালেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১
ঋণখেলাপীর জন্য তদ্বির আর অসততা দায়ী: ইব্রাহিম খালেদ

ঢাকা: তদ্বিরের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যর্থতা এবং অসততাকেই ঋণ খেলাপীর জন্য দায়ী বলে চিহ্নিত করেছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘খেলাপী ঋণ আদায়ে ব্যর্থতা ও সফলতা’ শীর্ষক এক সেমিনারে এ ব্যাপারে কথা বলেন তিনি।



সেমিনারটির আয়োজন করে দ্য পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস করপোরেশন (পিডিএসসি)।

ইব্রাহিম খালেদ বলেন, যেসব সরকারি সংস্থা খেলাপী ঋণ আদায় করছে তাদের ঠিকভাবে কমিশন না দেওয়ায় তারা উৎসাহ হারিয়ে ফেলছেন।

এ সময় তিনি ঋণ পাওয়ার ক্ষেত্রে মন্ত্রী সচিবদের সুপারিশ না করারও আহ্বান জানান তিনি।

তিনি ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ব্যাংকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থাকলে তাদের উপর রাজনৈতিক চাপ থাকবে না।

মেজর (অব.) ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো, নুরুল হুদা চৌধুরী, পিডিএসসি চেয়ারম্যান এমএ রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।