ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা : আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বাজারে সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় সব স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে একজন ক্রেতার কাছে একটির বেশি মুদ্রা বিক্রি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সব স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত একটি স্মারক স্বর্ণমুদ্রাসহ মোট ৭টি স্মারক মুদ্রা প্রকাশ করেছে। এগুলো হচ্ছে- ১ টাকা মূল্যমানের ‘২০তম বিজয় দিবস ১৯৯১’ স্মারক মুদ্রা, ১ টাকা মূল্যমানের ‘সামার অলিম্পিক গেমস ১৯৯২’ স্মারক মুদ্রা, ১০ টাকা মূল্যমানের ‘স্বাধীনতার রজত জয়ন্তী ১৯৯৬’ স্মারক মুদ্রা, ১০ টাকা মূল্যমানের ‘বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী ১৯৯৬’ স্মারক মুদ্রা, ১০ টাকা মূল্যমানের ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন ১৯৯৮’ স্মারক মুদ্রা, ২০ টাকা মূল্যমানের ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন ১৯৯৮’ স্মারক মুদ্রা এবং  ২০ টাকা মূল্যমানের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০’ স্মারক স্বর্ণ মুদ্রা।

পুনর্নির্ধারিত মূল্য অনুযায়ী ১ টাকা মূল্যমানের ‘২০তম বিজয় দিবস ১৯৯১’ স্মারক মুদ্রা (৯২৫ ফাইন সিলভার, ওজন ৩১.৪৭ গ্রাম)-এর মূল্য ১২ শ’ টাকার পরিবর্তে ৩৩ শ’ টাকা, ১ টাকা মূল্যমানের ‘সামার অলিম্পিক গেমস ১৯৯২’ স্মারক মুদ্রা (৯২৫ ফাইন সিলভার, ওজন ৩১.৪৭ গ্রাম)-এর মূল্য ১২ শ’ টাকার পরিবর্তে ৩৩ শ’ টাকা, ১০ টাকা মূল্যমানের ‘স্বাধীনতার রজত জয়ন্তী ১৯৯৬’ স্মারক মুদ্রা (৯২৫ ফাইন সিলভার, ওজন ৩১.৪৭ গ্রাম)-এর মূল্য ১২ শ’ টাকার পরিবর্তে ৩৩ শ’ টাকা, ১০ টাকা মূল্যমানের ‘বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী ১৯৯৬’ স্মারক মুদ্রা (৯২৫ ফাইন সিলভার, ওজন ৩১.৪৭ গ্রাম)-এর মূল্য ১২ শ’ টাকার পরিবর্তে ৩৩ শ’ টাকা, ১০ টাকা মূল্যমানের ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন ১৯৯৮’ স্মারক মুদ্রা (১০০% নিকেল, ওজন ২৫ গ্রাম)-এর মূল্য ৯ শ’ টাকা (অপরিবর্তিত), ২০ টাকা মূল্যমানের ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন ১৯৯৮’ স্মারক মুদ্রা (৯০% ফাইন সিলভার ও ১০% নিকেল, ওজন ৩০ গ্রাম)-এর মূল্য ১১ শ’ ৫০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা, ২০ টাকা মূল্যমানের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০’ স্মারক স্বর্ণ মুদ্রা (২২ ক্যারেট গোল্ড, ওজন ১০ গ্রাম)-এর মূল্য বক্সসহ ৪০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং বক্সসহ দু’টির মূল্য ১ লাখ টাকা।  

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা , ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad