ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দরপতন ঘটায় ফেনীতে শেয়ার বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেখ ফরিদ উদ্দিন আত্তার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

ফেনী: শেয়ার বাজারে দর পতন ঘটায় ফেনীতে শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার দপুর ১টার দিকে শহরের এসএসকে রোডের রয়েল ক্যাপিটালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদশণি করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রায় ৩ শতাধিক লোক অংশ নেন।

বিক্ষোভ মিছিলে তারা ‘শেয়ার মাফিয়াদের গালে গালে, জুতা মারো তালে তালে’ এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া শেয়ার ব্যবসায় বিনিয়োগকারী ফেনী সদর উপজেলার বেতাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘বুধবার সকালে শেয়ারের প্রথম ১ ঘণ্টায় ৫ শত সূচকের পতন ঘটে, যা অকল্পনীয়। দুপুর ১টায় সূচকের কিছুটা উন্নতি হলেও ৩ শ’ সুচকের পতন থেকে যায়। ’

তিনি বলেন, ‘ঢাকার একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট পরিকল্পিতভাবে শেয়ার সূচকের পতন ঘটিয়েছে। আমার ৬ লাখ টাকা শেয়ারের মধ্যে ২ লাখ টাকাই আমি তিগ্রস্ত হয়েছি। এভাবে শত শত বিনিয়োগকারী তিগ্রস্ত হয়েছেন। ’

ফেনীতে প্রায় ২ হাজারের বেশি নারী-পুরুষ শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।