ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কৃষির উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরতে হবে: ড. আতিউর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
কৃষির উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরতে হবে: ড. আতিউর

ময়মনসিংহ থেকে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘কৃষক ও কৃষির উন্নতি হলে মূদ্রাস্ফীতি কমে আসবে, বেকারত্ব কমবে, অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে এবং গ্রাম ও শহরের মধ্যকার বৈষম্য দূর হবে। ’

শুক্রবার বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘রবীন্দ্রনাথের কৃষি ও পল্লী ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।



গভর্নর বলেন, ‘গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে দেশের প্রকৃত উন্নয়ন। তাই কৃষি উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্ত্বভোগীদের বিলুপ্ত করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে হবে। এই শিল্প শক্তিশালী করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। ’

ড. আতিউর বলেন, ‘কৃষির উন্নয়ন ঘটলে শিল্পের উন্নয়ন হয়, প্রবৃদ্ধি বাড়ে। তাই স্বদেশের উন্নয়ন করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ’

রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেন, ‘ধনীর ঘরে জন্ম নিলেও তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। রবীন্দ্রনাথ মনে করতেন কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নতি হবে। আর এ কারণেই তিনি নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কৃষকদের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ’

গভর্নর বলেন, ‘আমাদের দেশে কৃষিবিষয়ক গবেষকরা সুযোগ-সুবিধার অভাবে গতানুগতিক গবেষণা করছেন। তাদের আরও উন্নত ও আধুনিক সুযোগ দিতে পারলে কৃষিখাতে বৈপ্লবিক উন্নতি আসবে। ’

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলনী পরিষদের সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ ছাত্তার মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।