ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র’র পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র’র পদত্যাগ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র পদত্যাগ করেছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি ডিএসই সভাপতি শাকিল রিজভির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।



পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে ডিএসই সভাপতি বাংলানিউজকে বলেন, এ বিষয়ে ডিএসইর পরিচালনা পর্ষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ওই পত্রে উল্লেখ করা হয়। তবে, ২০০৯ সালে এ পদে যোগ দেওয়ার পর থেকে বেশ ক’বার তার বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাকে বেশ ক’বার তলবও করা হয়। সতীপতি মৈত্রও একাধিকবার লিখিতভাবে ক্ষমা চান।

এছাড়াও ডিএসই’র খুব গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও নিজে কোনও সিদ্ধান্ত নিতে না পারার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমনকি ডিএসইর পক্ষ থেকে মিডিয়ার সঙ্গে যোগাযোগের দায়িত্ব থাকলেও তিনি কখনও সাংবাদিকের সঙ্গে কথা বলতেন না।

২০০৯ সালের ২৮ ডিসেম্বর তিনি এ পদে যোগ দিয়েছিলেন।

তার পদত্যাগে পুঁজিবাজারে কোনও প্রভাব পড়েনি। বরং বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটমূল্য ঊর্ধ্বমুখি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪.০০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।