ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভোজ্যতেলের সর্বোচ্চ যৌক্তিক মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
ভোজ্যতেলের সর্বোচ্চ যৌক্তিক মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা : আগামী দু’এক দিনের মধ্যে খোলা ভোজ্যতেল এবং এক সপ্তাহের মধ্যে বোতলজাত তেলের খুচরা পর্যায়ে সর্বোচ্চ যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

সোমবার বাণিজ্যমন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নির্দেশ দেন।



বৈঠকে মন্ত্রী অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের ঘন ঘন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোজ্য তেলের ঘন ঘন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণ অস্থির ও অসহায় হয়ে পড়েছে। এর জন্য ব্যবসায়ীরাই দায়ী। ’

তিনি বলেন, ‘কোনো আলোচনা বা পূর্ব ঘোষণা ছাড়াই ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত দাম বাড়িয়ে চলেছেন। একদিনে কেজিতে ১৩ টাকা মূল্য বৃদ্ধির ঘটনাও ঘটেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

মন্ত্রী বলেন, ‘মুক্ত বাজারের অজুহাতে ব্যবসায়ীরা এখন আর ব্যবসা করছেন না। তারা মুনাফার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন। ’

তিনি ব্যবসায়ীদের প্রকৃত ব্যবসায়ীর মতো আচরণ করার এবং অধিক দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যখন ভোজ্যতেলের দাম কমে যায়, তখন ব্যবসায়ীরা মূল্য খুব একটা কমান না। কিন্তু যখন দাম বাড়ে, তখন তারা অস্বাভাবিক দাম বাড়িয়ে দেন। ’

‘মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে কেউ ভোজ্যতেলের দাম বাড়াতে পারবে না। প্রয়োজনে ১৫ দিন পর পর ভোজ্যতেলের বাজার মূল্য পর্যালোচনা করা হবে। ’

মন্ত্রী আরও বলেন, ‘যদিও পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের এখানে ভোজ্যতেলের দাম কম, তথাপি আন্তর্জাতিক বাজার দর ও এখানকার ব্যয় হিসাব করে এর যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে। বাজার মূল্য সহনীয় রাখতে সরকারের হাতে যে মেকানিজম আছে প্রয়োজনে তা ব্যবহার করা হবে। ’
 
বৈঠকে খুচরা পর্যায়ে খোলা ভোজ্যতেলের মূল্য সর্বোচ্চ ৯০/৯১ টাকা নির্ধারণ এবং বোতলজাত তেলের মূল্য খোলা তেলের চেয়ে সর্বোচ্চ কত শতাংশ বেশি হতে পারে তা আগামী রোববার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে আগামী ২/৩ দিনের মধ্যে বোতলজাত তেল ব্যবসায়ীদের তাদের উৎপাদন ব্যয়ের হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

বাংলাদেশ সময় : ২০০৯ ঘণ্টা , নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।