ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের ব্যর্থ হওয়ার আশঙ্কা করছে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের ব্যর্থ হওয়ার আশঙ্কা করছে এডিবি

ঢাকা: জিডিপি লক্ষমাত্রা অর্জনে সরকারের ব্যর্থ হওয়ার আশঙ্কা করছে এশীয় ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)।

এডিবির এরিয়া পরিচালক দিবা কুমার কান্দিয়া বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও বিরুপ আবহাওয়ার কারণে জিডিপি অর্জনের ক্ষেত্রে সরকারের ব্যর্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।



তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের বর্তমান চ্যালেঞ্জ চারটি খাতে। এ খাতগুলো হলো- পিপিপি বাস্তবায়ন, জ্বালানি ও বিদ্যুৎ এবং যোগাযোগ উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন এবং উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। সরকার যদি এসব খাত বাস্তবায়ন করতে সফল হয়, তাহলে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।