ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ধর্মঘটে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

বেনাপোল: ভারতে জ্বালানি তেল, গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সেদেশে ডাকা ধর্মঘটে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া পাসপোর্টধারী যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ওপারে গিয়ে আটকা পড়েছেন।



অবশ্য বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

সোমবার সকালে বেনাপোলের বিপরীতে ভারতীয় সীমানায় পেট্রাপোল চেকপোস্টের মূল ফটকে সকাল-সন্ধ্যা ধর্মঘটের সমর্থক কয়েকশ লোক বিভিন্ন স্লোগান দিয়ে লাল পতাকা উড়িয়ে দেয়। এরপর তারা বন্ধ করে দেয় পণ্য আমদানি-রপ্তানি।

এর আগে একই দাবিতে গত ২৭ এপ্রিল সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো সুপারিনটেনডেন্ট তৌহিদুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কোন পণ্যবাহী ট্রাক ওপারে যায়নি। ওপার থেকেও কোনো পণ্য নিয়ে ট্রাক আসেনি। ’

এতে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় মালবাহী শতশত ট্রাক পেট্রাপোল বন্দরে আটকে আছে।

বাংলাদেশের শিল্প ও গার্মেন্ট কারখানার ৯০ ভাগ কাঁচামালই বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে।

অপরদিকে রপ্তানি পণ্য নিয়ে শতশত বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে আছে বেনাপোল চেকপোস্টে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ধর্মঘটের কারণে পেট্রাপোল বন্দরে কোন কাজ হচ্ছে না।

একই কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে পার হয়ে ওপারের চেকপোস্টের বিভিন্ন মানি এক্সচেঞ্জার ও পরিবহন অফিসে আটকা পড়ে আছেন এপার থেকে যাওয়া কয়েকশ’ পাসপোর্টধারী যাত্রী। এতে রোগীসহ নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব যাত্রীদের বসে থাকতে হবে ওপারের চেকপোস্টে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম জানান, ভারতের উদ্দেশ্যে যাত্রা করা পাসপোর্টধারী লোকজন বেনাপোল চেকপোস্ট দিয়ে ওপারে গিয়ে আটকা পড়ে আছেন। অন্যান্য দিনের তুলনায় ভারত থেকেও খুব কম লোকই এপারে আসছে।

অবশ্য বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ‘ওপারের ধর্মঘটের কোনো প্রভাব বেনাপোল বন্দরে পড়েনি। স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। মালামাল ওঠানামাও হচ্ছে। ’

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার ইসমাইল হোসেন সিরাজী বলেন, ‘প্রতিদিনের মত কাস্টমস হাউজে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ আছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।