ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর পাঁচদিন বন্ধ থাকবে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাঁচদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।



এতে বলা হয়, ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে ২০ নভেম্বর শনিবার পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। ২১ নভেম্বর রোববার যথারীতি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের সচিব মো. শাহীন বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরের কার্যক্রম ৫দিন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

হিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডিয়াম সদস্য মো. আজিজার রহমান বাংলানিউজকে জানান, আগামীকাল মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।