ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, আগস্ট ১১, ২০২৫
৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার বাংলাদেশ ব্যাংক

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় ৭ কোটি ৫০ লাখ ডলারের মতো।

সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগস্টের প্রথম ৯ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৫০ লাখ ১৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের বছরের  আগস্ট মাসে এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ডলার।

এ হিসাবে আগের মাস জুলাইয়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা কমলেও আগের বছরের আগষ্টের চেয়ে বেশ খানিক কমেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।