ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শুরু হলো আবাসন মেলা-২০১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
শুরু হলো আবাসন মেলা-২০১০

ঢাকা: শুরু হলো দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের আয়োজনে দেশের সবচেয়ে বড় আবাসন মেলা ‘রিহ্যাব ভিশন-২০১০’।  

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এবারই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী রিহ্যাবের মেলা উদ্বোধন করলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা দুইটায় দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়।

৮ নভেম্বর পর্যন্ত আগারগাঁওয়ে বাণিজ্যমেলার জন্য নির্ধারিত মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীরা ৫০ টাকার বিনিময়ে মেলায় প্রবেশ করতে পারবেন। তবে কেউ চাইলে ১০০ টাকার প্যাকেজ সুবিধা গ্রহণ করে পাঁচবার ঢুকতে পারবেন।

এবারের মেলায় টিকিট ও স্পন্সর থেকে ছয় কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রিহ্যাব। এ থেকে প্রাপ্ত অর্থ সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

২০০১ সালে শুরু করে রিহ্যাব এখন পর্যন্ত ঢাকায় নয়টি, চট্টগ্রামে চারটি, যুক্তরাষ্ট্রে আটটি এবং যুক্তরাজ্য, দুবাই ও রোমে একটি করে সফল আবাসন মেলা আয়োজন করেছে।

এবারের মেলায় ৩০৪টি রিহ্যাব সদস্য ও দুইটি অর্থ লগ্নকারী প্রতিষ্ঠানসহ মোট ৩০৬টি স্টল রয়েছে।

যমুনা বসুন্ধরা হাউজিং লিমিটেড, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লি:, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লি:, ইস্টার্ন হাউজিং লিমিটেডসহ মোট ২৩টি কোম্পানি এই মেলার স্পন্সর।

বাংলাদেশ সময়: ১৬৩৬ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।