গাজীপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভূগর্ভস্থ পানি ব্যবহারে শিল্প কারখানাগুলোকে মূল্য পরিশোধ করতে হবে। পাশাপাশি এ পানি পুনঃব্যবহারযোগ্য করতে হবে।
তিনি শনিবার (২৪ মে) সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই মিলনায়তনে পানি ফোরাম আয়োজিত ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ঢাকার চারটি নদী দখল ও দূষণমুক্ত করার জন্য একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করার চেষ্টা করবো। আমাদের সময়কালে অন্যান্য নদীর কাজ শুরু করা হবে না। তবে আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজ আমাদের সময়েই শুরু হয়ে যাবে। এ লক্ষ্যে বিশ্ব ব্যাংক আমাদের সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।
তিনি আরও বলেন, গাজীপুরের গাছা খাল, লবণদহ, পুকুর উদ্ধার এবং ৫ আগস্টের পর দখল হওয়া অপেক্ষাকৃত ঝামেলামুক্ত বনভূমি উদ্ধার-এই কয়েকটি কাজ আমরা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নাফিউ সাজ্জাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরিফন বাদল।
আরএস/এসআইএস