ঢাকা: মে মাসের ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৮০৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (১৮ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
মে মাসের প্রথম ১৭ দিনের প্রতিদিন প্রবাসী আয় এলো ৯ কোটি ৪৭ লাখ ১১ হাজার ১৭৬ ডলার। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। আগের বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে প্রবাসী আয় ইতিবাচক ধারায় রয়েছে।
মে মাসের ১৭ দিনে প্রবাসী আয় পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার।
জেডএ/এসএএইচ