ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভারতীয় পোশাক আটকের জের ॥ ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পমাস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় পোশাক আটকের প্রতিবাদে শনিবার ভোমরা বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন দুপুর একটায় বৈঠকে মিলিত হয়।

বৈঠকে ২৪ ঘণ্টার মধ্যে ওই মালামাল ও গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত সকল সংগঠন কর্মবিরতি পালন করবে বলে সিদ্ধন্ত নেওয়া হয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলওয়ার রাজু জানান, সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও টাস্কফোর্স দুই ট্রাক পোশাক আটক এবং ছয়জনকে গ্রেপ্তার করে। এ মালামাল আটকের ঘটনা সম্পূর্ন বেআইনি।

অ্যাসোসিয়েসনের সহ সভাপতি মমতাজ আহমেদ বাপী বলেন, বৈধভাবে সরকারের নির্ধারিত ট্যাক্স দিয়ে মালামাল আমদানির পর তা যদি আটক করা হয় তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়।

এ ব্যাপারে ভোমরা কাস্টমস সুপার মোস্তফা কামাল পাশা জানান, শনিবার ভোমরা বন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি হয়নি।

এদিকে আটক মালামাল, ট্রাক, ও গ্রেপ্তার ৬ জনকে শনিবার সাতীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতীরা সদর থানার ডিউটি অফিসার এএসআই বেলাল জানান, এ ঘটনায় সাতীরা ৪১ রাইফেলস ব্যটালিয়নের পক্ষ থেকে হাবিলদার শফিউদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।