ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

ঢাকা: জাহাজ নির্মাণের বর্তমান অবস্থা দেখতে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শন করেছে।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অংশের পরিচালক আর্নেস্তো মে’র নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কর্মরত বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের পাঁচ কর্মকর্তা।



পরিদর্শনের সময় আর্নেস্তো মে  বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি জাহাজ নির্মাণ খাতের ওপর অনেকটাই নির্ভরশীল। ’

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মান সম্পন্ন জাহাজ নির্মাণের সক্ষমতা দেখে অভিভূত হন তিনি।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা মনে করেন, বিশ্বব্যাংক প্রতিনিধি দলের এ পরিদর্শন বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি ইতিবাচক দিক। জাহাজ নির্মাণ শিল্প দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। এ খাতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের জিডিপি ২ শতাংশ বাড়ানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad