ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে মূল্য সংশোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা:

রোববারের রেকর্ড-লেনদেনের পর সোমবার ডিএসই সাধারণ সূচক ও টাকার অঙ্কে লেনদেন কমেছে। বাজার সংশ্লিষ্টরা এটাকে মূল্য সংশোধন বলে মনে করছেন।

প্রসঙ্গত প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার পুঁজিবাজার ঊর্ধ্বমুখি রয়েছে।  

ডিএসইর সাবেক সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালী এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, টানা কিছুদিন ঊর্ধ্বগতির পর পুজিঁবাজারে আজ সামান্য মূল্য সংশোধন হয়েছে। এটা হওয়াই স্বাভাবিক। এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।   


ঢাকার পুঁজিবাজারে সোমবার ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, দাম কমেছে ১১৭টির ও ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

মোট শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১১ কোটি ৩ লাখ ৭৭ হাজার ৮২৪টি। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৭০ কোটি ৭৮ লাখ টাকা।
এটা গতকাল রোববারের তুলনায় ৯৩৮ কোটি ১২ লাখ টাকা কম। ওইদিন টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২০৮ কোটি ৯০ লাখ টাকা।  

এদিকে সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক রোববারের তুলনায় ৯ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৪৭ দশমিক ৭৯। রোববার ডিএসই সাধারণ সূচক ছিল ৭৯৫৭ দশমিক ১২।

তবে বাজার মূলধন বেড়েছে। সোমবার বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৮৫৬ কোটি টাকা। আরেদিন যার পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৯৯ কোটি টাকা।

দাম বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, জুট স্পিনার্স, জেমিনি সী ফুড, সামিট পোর্ট এলায়েন্স, সোনালী আঁশ, বঙ্গজ, অগ্রণী ইন্স্যুরেন্স ও ৫ম আইসিবি।    
 
অন্যদিকে দাম কমার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিক্স, কেয়া ডিটারজেন্ট, ফিডেলিটি অ্যাসেট, ন্যাশনাল টিউবস্, মুন্নু সিরামিকস্, সাভার রিফ্রেক্টরিজ, মেঘনা পেট্রোলিয়াম, লিব্রা ইন্ফিউশনস্, কেয়া কসমেটিক্স ও ডেসকো।

বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।