ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশি পণ্য প্রবেশে উদারনীতি গ্রহণ করবে দ. কোরিয়া: চো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা: বাংলাদেশ থেকে যাতে আরও বেশি পরিমাণে পণ্য কোরিয়ার বাজারে প্রবেশ করতে পারে সে ক্ষেত্রে আরও উদারনীতি গ্রহণ করবে দক্ষিণ কোরিয়া সরকার।

দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ব্যাবসায়ীদেরও উদ্যোগ নিতে হবে।

সোমবার বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনের সম্মেলন কক্ষে এফবিসিসিআই ও কোরিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দণি কোরিয়ার রাষ্ট্রদূত তায়েইয়ং চো।

এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কোরীয় বাণিজ্য প্রতিনিধিদলের প্রধান ও কোরিয়া-বাংলাদেশ ইকোনোমিক কো-অপারেশনের চেয়ারম্যান কিহাক সুং, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এ এস এম মইনউদ্দিনসহ দু’দেশের ব্যবসায়ী নেতারা।

এ কে আজাদ বাংলাদেশের অর্থনীতির চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশল তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সকল পরিবেশ বিদ্যমান এবং সরকারও বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপারে আন্তরিক। বাংলাদেশে আরও বেশি পরিমাণে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।