ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬ মাস পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে তুলা আমদানি শুরু

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বেনাপোল : দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশে শুল্কমুক্ত তুলা রফতানি শুরু করেছে ভারতীয় রফতানিকারকরা।

আদালতের রায় নিয়েই তারা এই রফতানি শুরু করেছেন।



রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ১৪৪টি ট্রাকে করে ৮ হাজার ২ শ‘ ৫৩ বেল তুলা এসেছে। যার পরিমাণ ১৪ লাখ ৯ হাজার ৪৩৫ কেজি।

ওপারের তুলা রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এলজি ডাব্লউ লিমিটেড এর ম্যানেজার দীপক বাবু জানান, চলতি বছরের ০৯ এপ্রিল পত্র নং-৩০/১০’র এক প্রজ্ঞাপনে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় তুলা রফতানির ক্ষেত্রে টন প্রতি আড়াই হাজার ভারতীয় রুপি শুল্ক আরোপ করে। এরপর ১৯ এপ্রিল বাজার নিয়ন্ত্রণের নামে হঠাৎ করে বাংলাদেশে তুলা রফতানির ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করে।

এর বিরুদ্ধে ভারতীয় তুলা রফতারিকারক অ্যাসোসিয়েশন ভারতীয় হাইকোর্টে একটি মামলা করে। দীর্ঘ দিন মামলা চলার পর রায় তাদের পক্ষে যাওয়ায় তারা রোববার থেকে বাংলাদেশে তুলা রফতানি শুরু করে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো অফিসার ফজলুর রহমান জানান, রোববার তুলা নিয়ে ১৪৪টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।  

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাশেদ আলী  জানান, দীর্ঘদিন তুলা এ বন্দরে আমদানি বন্ধ থাকায় আমাদের অনেক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। বন্দরে আমদানির পরিমাণ কমে যাচ্ছে। আবার তুলা আদানি হওয়াতে সাধারন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।

বাংলাদেশ সময় : ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।