ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অস্বাভাবিক দাম বাড়ায় ফার্মা এইডের লেনদেন স্থগিত, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
অস্বাভাবিক দাম বাড়ায় ফার্মা এইডের লেনদেন স্থগিত, তদন্ত কমিটি গঠন

ঢাকাঃ ঔষধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের অস্বাভাবিক দাম বাড়ায় লেনদেন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

একইসঙ্গে কোম্পানিরটি অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে রির্পোট দিতে বলা হয়েছে।  

এসইসির পরিচালক হাসান মাহমুদ ও সহকারী পরিচালক মো. রকিবুর রহমানকে নিয়ে এ কমিটি করা হয়েছে।

বিষয়টি এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভুইয়া রোববার বিকেলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।