ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ থেকে হালাল মাংস ও ফলমূল আমদানি করবে মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
বাংলাদেশ থেকে হালাল মাংস ও ফলমূল আমদানি করবে মালয়েশিয়া

ঢাকা: বাংলাদেশ থেকে হালাল মাংস, ফলমূল এবং কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া। এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পেও মালয়েশিয়ার উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী।



শনিবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে সফররত মালয়েশিয়ার বাণিজ্য প্রতিনিধি দল এ তথ্য জানান।

শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার পার্লিস প্রদেশের মুখ্যমন্ত্রী ড. মো. ইসা বিন সাবু।

বৈঠকে প্রতিনিধি দল আরও জানান, এরই মধ্যে মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি নিয়েছে।  

বৈঠকে দ্বি-পাকি স্বার্থ সংশিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক শিল্প, আইসিটি, হালকা প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল শিল্পে বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. মো. ইসা বিন সাবু বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দ্বি-পক্ষীয় বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে উভয় দেশই লাভবান হতে পারে। ’

তিনি বলেন, জাহাজ নির্মাণখাতে পার্লিস প্রদেশের ঐতিহ্যগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে আধুনিক জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা সম্ভব।

এছাড়া বাংলাদেশ থেকে আলু, টমেটো, গাজর, আনারস, কলা ও আমসহ বিভিন্ন ফলমূল এবং কৃষিপণ্য আমদানির আগ্রহ দেখান ড. ইসা।

শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া মালয়েশিয়ার উদ্যোক্তাদের সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের পরামর্শ দেন।

এেেত্র সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগের বিষয়টিও মালয়েশিয়ার উদ্যোক্তারা বিবেচনায় আনতে পারেন বলে তিনি অভিমত দেন।

পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে এগিয়ে আসলে সরকার মালয়েশীয় উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ সময় দিলীপ বড়–য়া বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে জনশক্তি আমদানির বিষয়টি মালয়েশীয় সরকার বিবেচনা করতে পারে জানিয়ে ড. ইসার দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে মালয়েশীয় সরকার যাতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে-সেেেত্র মুখ্যমন্ত্রীকে কার্যকর ভূমিকা পালনে তিনি অনুরোধ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ, পার্লিস মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’র মহাব্যবস্থাপক নরসায়াকি বিন কাসিমসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।