ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১৬৬ কোটি টাকার প্রসপেক্টাস ও আইপিও অনুমোদন

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ঢাকা: অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের (এএফসিএল) ১৬ কোটি টাকার আইপিও (ইনিশিয়াল পাবলিক অফার) অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একইসঙ্গে এসইসি গ্রিন ডেল্টা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের (জিডিএফএম) ১৫০ কোটি টাকার আইপিও প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।



আজ এসইসি-এর কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসির সদস্য মো. ইয়াসিন আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এএফসিএল আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মুল্যের ১ লাখ ৬০ হাজার শেয়ার ছাড়বে।

এএফসিএল এর আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। প্রতিষ্ঠানের ইস্যু ম্যানেজার জনতা ব্যাংক লিমিটেড।
   
অন্যদিকে জিডিএফএমএফ-এর ১০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি শেয়ারে এক মার্কেট লট নির্ধারন করা হয়েছে।

স্থানীয় সময়ঃ ১৮৪৯ ঘন্টা, ২৯ জুন ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।