ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ ভবন কেন ভাঙা হবে না, হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক ও প্রস্তুতকারক সমিতির  (বিজিএমইএ) ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়েছে রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিজিএমইএ সভাপতি, ডিসি ও ডিএমপি কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।



রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ফারাহ মাহবুবের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

শনিবার দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকে বিজেএমইএ ভবন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

রোববার আইনজীবী ডিএইচএম মনিরুজ্জামান প্রতিবেদনটি বিচারকদের নজরে আনলে আদালত স্বতপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

এ ব্যাপারে মনিরুজ্জামান বলেন, ‘জনগণের স্বার্থে এ ভবন ভেঙে ফেলা উচিত, কারণ জমিটি সরকারি। এ ভবন থাকার ফলে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে সঙ্কট দেখা দিয়েছে। একইসঙ্গে প্রকল্পব্যয়ও বেড়ে গেছে। সরকারি জমিতে এভাবে কোনো ভবন নাগরিক সুবিধায় ব্যাঘাত ঘটিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ’   

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।