ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ সিইপিজেডে ২টি পোশাক কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

চট্টগ্রাম: পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দু’টি পোশাক কারখানাকে প্রায় ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

কারখানাগুলো হচ্ছে মেসার্স ড্রিম নিটিং লিমিটেড ও জে এফ টেক্সটাইল লিমিটেড।



রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে কারখানা অভিযান চালানো হয়।

মোহাম্মদ মুনীর চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘অভিযানের সময় দু’টি কারখানা থেকেই বিষাক্ত রাসায়নিক মিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য কারখানা সংলগ্ন ড্রেনের মাধ্যমে ইপিজেড খাল দিয়ে বঙ্গোপসাগরে নির্গমনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দু’টি কারখানার বর্জ্য পরিশোধন প্ল্যান্টও (ইটিপি) অকার্যকর ছিল। প্রতিষ্ঠান দুটির কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।