ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সরবরাহ কম থাকায় শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে: ডিএসই সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
সরবরাহ কম থাকায় শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে: ডিএসই সভাপতি

ঢাকা: চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে অধিকাংশ শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. শাকিল রিজভী।

রোববার সকালে মতিঝিল ইউনুস টাওয়ারে ফারইস্ট স্টক অ্যান্ড বন্ড ব্রোকারেজ হাউজ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।



শাকিল রিজভী বলেন, ‘যে শেয়ারের মূল্য ১০টাকা হওয়া উচিত, সরবরাহ কম থাকায় তার মূল্য ১ শ’ টাকা হয়ে যাচ্ছে। এই অতিমূল্যায়িত রোধ করতে বাজারে শেয়ার সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। ’

শেয়ারের চড়া মূল্য কাজে লাগিয়ে কোনো কোম্পানি বাজার থেকে যাতে টাকা তুলে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি মো. ফখরউদ্দিন আলী আহমদ বলেন, ‘কয়েক বছর আগেও মানুষ পুঁজিবাজারে আসতে ভয় পেতেন। আমাদের অকান্ত পরিশ্রমের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। ’

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে তারল্য সংকট থাকলেও আমাদের দেশে তার উল্টো হচ্ছে। এখানে তারল্য সংকট নেই। আছে শেয়ার সংকট। এ সংকট দূর করতে হলে ভালো ভালো কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন ফারইস্ট স্টক অ্যান্ড বন্ড লিমিটেড ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান এম এ খালেক, প্রধান নির্বাহী কর্মকর্তা তরবদার জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।