ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আগরতলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাই কমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। এছাড়া স্থানীয় শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

এছাড়া জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।