ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

করোনার ৩য় ঢেউ আসন্ন, পশ্চিমবঙ্গে নতুন শনাক্ত ৫১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
করোনার ৩য় ঢেউ আসন্ন, পশ্চিমবঙ্গে নতুন শনাক্ত ৫১০

কলকাতা: ভারতে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটির রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই শিখর পৌঁছবে সংক্রমণের তৃতীয় ঢেউ।

এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের আইআইটির গবেষকরাও।

এমনকি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিষ্ঠান দাবি করেছে, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তবে সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, তৃতীয় ঢেউ মোকাবিলার একমাত্র পথ দ্রুত নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনা।

এর মধ্যে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে পাওয়া করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৮ শতাংশে। পাশাপাশি করোনা টিকা কর্মসূচি জারি রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৩ লাখ ৮৫ হাজার ২৯৮ জন করোনা টিকা পেয়েছেন। ভারতে এখন পর্যন্ত ৫৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৮০৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

অপরদিকে পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত কিছুটা কমলেও কলকাতা এবং দার্জিলিং আবারও সংক্রমণ বেড়েছে। কলকাতায় একদিনে ৭৭ জন নতুন করে শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। এরপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে দার্জিলিং। সেখানে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৭ জন।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছেন। তবে রাজ্যে উল্লেখযোগ্য ভাবে কমে গেছে নমুনা পরীক্ষা। গত একদিনে মাত্র ২৭ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

অপরদিকে অনেকটাই ঠেকানো গেছে করোনায় মৃত্যুর সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাওড়ায় ২, উত্তর ২৪ পরগনায় ৩ ও কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনার কারণে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৭১ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১ লাখ ২ হাজার ১১১টি টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৯১২ জন টিকা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।