ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আটক ৬ সন্দেহভাজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ২৬, ২০১৬
কলকাতায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আটক ৬ সন্দেহভাজন

ঢাকা: কলকাতায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ৬ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। দেশটির স্পেশাল টার্স্ক ফোর্স তাদের আটক করে।



পশ্চিমবঙ্গ ও আসাম থেকে তাদেরকে আটকের কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ সময় পুলিশ ডিটোনেটর, ল্যাপটপ, মোবাইল ফোন, ভুয়া কাগজপত্র ছাড়াও হোয়াইট পাউডার উদ্ধার করে। উদ্ধারকৃত পাউডার বিস্ফোরক জাতীয় পর্দাথ কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

এছাড়া আটকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে, আটক ছয়জনের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। বাকি তিনজন ভারতীয়। ছয়জনের মধ্যে পাঁচজন দুই বছর আগে বর্ধমান বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত বলেও দাবি পুলিশের।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।