ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিয়ার পানে গৃহবধূর মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, জানুয়ারি ২৫, ২০১৬
ত্রিপুরায় বিয়ার পানে গৃহবধূর মৃত্যু

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে বিয়ার পান করে মালতী দেববর্মা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) ত্রিপুরার পশ্চিম জেলার কাতলামারা এলাকায় এ ঘটনা ঘটে।



ওই গৃহবধূর স্বামী শেখর দেববর্মা জানান, তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী মিলে এক বোতল বিয়ার পান করে। এর কিছুক্ষণের মধ্যেই মালতীর মাথা ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি বমি করেন।

দ্রুত তাকে স্থানীয় কাতলামারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে (এজিএমসি) নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেহ এজিএমসির মর্গে পাঠানো হয়।

তবে বিয়ারটি কোন ব্যান্ডের বা তা মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা তা জানাতে পারেননি শেখর দেববর্মা। তবে তার ভাইয়ের স্ত্রী সুস্থ রয়েছেন বলে তিনি ‍জানান।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।