ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন ৩ হাজারেরও বেশি বিশিষ্টজন

আনোয়ারুল করিম ও রক্তিম দাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ১৮, ২০১১
মমতার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন ৩ হাজারেরও বেশি বিশিষ্টজন

কলকাতা থেকে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি আগামী শুক্রবার দুপুরে শপথ নেবেন। রাজভবন প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত থাকতে ৩ হাজারেরও বেশি বিশিষ্টজনকে সেখানে আমন্ত্রণ জানানো হবে।

রাজ্যের বিভিন্ন পেশা ও শ্রেণীর এসব বিশিষ্টজনের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজও শুরু করেছে রাজ্যপালের দপ্তর।    

বুধবার পর্যন্ত ২ হাজার ৯৪০ জনের নামে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে বলে রাজভবন সূত্র জানায়।

সাধারণ মানুষের দেখার জন্য এবারই প্রথমবারের মতো বড় পর্দার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। কলকাতার ধর্মতলা এলাকায় শহীদ মিনারের পাদদেশে এবং পার্ক সার্কাসের তালতলা মাঠে প্রজেক্টরের মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে সরাসরি শপথ অনুষ্ঠান দেখানো হবে।  

গত ২০০৬ সালে মুখ্যমন্ত্রীর শপথে এতো সংখ্যক আমন্ত্রণ জানানো হয়নি।

অনুষ্ঠানস্থলে আমন্ত্রিতদের আসন বিন্যাসের কাজ চলছে। রাজ্যের পূর্ত এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় রাজপালের দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।  

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা, সদ্য সাবেক হওয়া মন্ত্রিসভার সদস্যরা, ব্যবসায়ী নেতা, পত্রিকার সম্পাদক, টেলিভিশন চ্যানেলের কর্ণধার, শিক্ষাবিদ, ব্যাংকার, শ্রমিক নেতা, প্রশাসন-সশস্ত্রবাহিনী-পুলিশের পদস্থ কর্মকর্তা প্রমুখ।

মমতা ব্যানার্জির পরিবারের জন্য পাঠানো হচ্ছে ৫০টি আমন্ত্রণপত্র।

আমন্ত্রিত সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মহেশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শংকর, বুদ্ধদেব গুহ, জয় গোস্বামী প্রমুখ।    

সঙ্গীত শিল্পীদের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়,  বিশিষ্ট নাগরিকদের মধ্যে সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায়, কমলাশংকর, জাদু  সম্রাট পিসি সরকার জুনিয়র,  নাট্য ব্যক্তিত্বদের মধ্যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, ক্রীড়াবিদদের মধ্যে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, বাইচুং ভুটিয়া, চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে মৃণাল সেন, সন্দীপ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, তরুণ মজুমদার, অপর্না সেন, মাধবী মুখার্জি, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ।

আমন্ত্রিত হচ্ছেন পশ্চিমবঙ্গের ৮ জন সাবেক মূখ্যসচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, কলকাতাসহ বিভিন্ন পৌরসভার মেয়র, শ্রমিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারিরা।  

এছাড়া ২৯৪ আসনের এমএলএ’দের পছন্দের অতিথি নিয়ে যাওয়ার জন্য ১ হাজার আসন সংরক্ষিত থাকবে।

‘বড় পর্দা’ প্রসঙ্গে পূর্তসচিব অজিত রঞ্জন বর্ধন বুধবার বিকেলে রাইটার্স বিল্ডিংয়ে নিজ দপ্তরে বাংলানিউজকে বলেন, ‘বড় পর্দা লাগানো ও এর নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে কলকাতা পুলিশ। ’

মহাকরণ সূত্র জানায়, নয়া মুখ্যমন্ত্রীর নামফলক তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে। ‘মমতা’ ও ‘মমতা ব্যানার্জি’ দু’টো নামেই নামফলক তৈরি করতে দেওয়া হয়েছে।
কারণ, রেলমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ইংরেজিতে ব্যানার্জি পদবী ব্যবহার করলেও বাংলায় শুধু ‘মমতা’ লেখেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কী লিখবেন তা নিশ্চিত করে বলতে পারছে না মহাকরণের সংশ্লিষ্টরা।  

এছাড়াও অনুষ্ঠানে রাজ্যের বাইরের অতিথি হিসেবে প্রায় ১০০ জন শিল্পপতিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন রতন টাটা। সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির কারখানায় জমি বরাদ্দের কারণে বিপদে পড়ে বামফ্রন্ট সরকার। তৃণমূল কংগ্রেস ওই ঘটনায় মানুষের ক্ষোভকে পুঁজি করেই গত তিন বছরে রাজনৈতিক ফায়দা তোলে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।