ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

নান ধর্ষণ

চিন্তিত ভারতের জাতীয় মহিলা কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
চিন্তিত ভারতের জাতীয় মহিলা কমিশন

কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে মিশনারি নান গণধর্ষণের ঘটনার সাত দিন পার হলেও অপরাধীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন।



শনিবার (২১ মার্চ) রানাঘাটের মিশনারি বিদ্যালয় পরিদর্শন শেষে নদীয়া জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মহিলা কমিশনের সদস্যরা।

ঘটনার সাত দিন পার হলেও অপরাধী ধরা না পড়ায় মহিলা কমিশন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ  করে। এরই মধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

প্রশাসনের বরাত দিয়ে মহিলা কমিশন জানায়, নদীয়া জেলায় মাসে গড়ে ১৭টি  নারী নির্যাতনের ঘটনা প্রশাসনের কাছে নথিভুক্ত হয়।

১৪ মার্চ নদীয়ার রানাঘাটে একটি খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে এই ধর্ষণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।