ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে তারা চ্যানেলের সাবেক মালিককে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
সারদা কাণ্ডে তারা চ্যানেলের সাবেক মালিককে তলব

কলকাতা: এবার তারা মিউজিক ও তারা নিউজ চ্যানেলের সাবেক মালিক রতিকান্ত বসুকে তলব করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট (ইডি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সারদা কেলেঙ্কারি মামালার তদন্তে এই তলব বলে জান‍া যায়।



স‍ূত্র জানায়, তারা মিউজিক ও তারা নিউজ বিক্রি সংক্রান্ত বিষয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে চুক্তি হয়েছিলো রতিকান্ত বসুর। ইডি কর্মকর্তারা এ বিষয়ে জানতে চান।

এর আগেও তারা চ্যানেল সংক্রান্ত বিষয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগের বিষয়ে তলব করা হয় রতিকান্ত বসুকে।

২০১১ সালে সারদা গোষ্ঠীর তরফে তারা মিউজিক ও তারা নিউজ চ্যানেল দু’টি কিনে নেওয়া হয়।

২০১৩ সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তারা মিউজিক ও তারা নিউজ দু’টি চ্যানেলের ১৬৮ জন কর্মীকে মাসিক ১৬ হাজার রুপি করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে তখন।

সূত্রের খবর, এবার সারদা মামালার তদন্তে এই চ্যানেল বিক্রি করার বিষয় নিয়েই বিভিন্ন প্রশ্নের উত্তর রতিকান্ত বসুর কাছে জানতে চাইবে ইডি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।