ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘টাচ স্ক্রিন’ মোবাইলের জন্য পশ্চিমবঙ্গে আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, নভেম্বর ১০, ২০১৪
‘টাচ স্ক্রিন’ মোবাইলের জন্য পশ্চিমবঙ্গে আত্মহত্যা

কলকাতা: ছেলের দাবি ছিল একটি ‘টাচ স্ক্রিন’ মোবাইল ফোন। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অষ্টম শ্রেণীর ছাত্র মাসুদ সরকারের (১৪) হতদরিদ্র বাবার সেটি কিনে দেওয়ার সামর্থ্য ছিল না।

এজন্য বিষপান করে আত্মহত্যা করে মাসুদ।

শনিবার (০৮ নভেম্বর) রাতে সে বিষপান করলে, সে রাতেই তাকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করার পর রবিবার (০৯ নভেম্বর) হাসপাতালে সে মারা যায়।

জানা গেছে, বাবা দরিদ্র কৃষক মবিবুল সরকারের কাছে ‘টাচ স্ক্রিন’ মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না করেছিল মাসুদ। মবিবুল জানিয়েছিলেন, বাড়িতে দু’টো মোবাইল ফোন রয়েছে, তাই নতুন ফোনের দরকার নেই। তারপরও মাসুদ জেদ ধরে। কিন্তু কিছুতেই তার বাবা রাজি না হওয়ায়, সে এ কাণ্ড ঘটায়।

এর আগে, বাংলাদেশে ঈদের সময় ‘পাখি ড্রেস’র জন্য আত্মহত্যার করে এক তরুণী।

মাসুদের স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাসুদ ছিল খুবই বাধ্য ও নম্র স্বভাবের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।