ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী বাজারে সবজির সমারোহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
দোহাজারী বাজারে সবজির সমারোহ  ভোরে নদীপথে দোহাজারী বাজারে আসে নানারকম শীতকালীন সবজি। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: টাটকা শীতকালীন সবজির জন্য বেশ নামডাক দোহাজারী রেলওয়ে বাজারের। চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ জায়গাজুড়ে জেগে ওঠা শঙ্খচরে আবাদ হওয়া শীত মৌসুমের সবজিতে ফুলে ফেঁপে ওঠে এ বাজার।

শীতমৌসুমে এ অঞ্চলে প্রায় ১৫০০ একর জমিতে হয় সবজির আবাদ। শীত আসতেই তাই এবারেও এ বাজারে দেখা মিলছে নানা শীতকালীন সবজির।

প্রতিদিন কাকডাকা ভোরে সবজি চাষিরা শীতকালীন সবজি বিক্রির জন্য নিয়ে আসেন বাজারে। চাহিদা থাকায় এসব সবজি পাইকারি ও খুচরা বাজারে ভালো দামেই বিক্রি হচ্ছে। চট্টগ্রাম শহর থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও সবজি কিনে পিক-আপে করে নগরের নিয়ে বিভিন্ন বাজারে সরবরাহ করেন।

ইতোমধ্যে বাজারে দেখা মিলছে দোহাজারীর বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, লাউ, শসা, তিতকরলা, ধনেপাতা, ঝিঙা, চিচিংগা, ঢেঁড়স, বরবটির। প্রায় প্রতিবছর মুলার বাম্পার ফলন হয় শঙ্খচরে। তাই দোহাজারী বাজারে মুলার আধিক্য বেশিই বলা যায়।

তবে কৃষকরা বলছেন, আগে থেকে উৎপাদন খরচ বাড়ায় সবজির বাজার একটু চড়া।

এখানে প্রতিকেজি ফুলকপি ৪০ টাকা করে বিক্রি করছেন চাষিরা। এছাড়া শিম, বরবটি, টমেটোরসহ দামও বেশি। প্রতিকেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকার মধ্যে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।