ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশ বিরোধীরা গণতন্ত্রের শত্রু: এম এ সালাম

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
দেশ বিরোধীরা গণতন্ত্রের  শত্রু: এম এ সালাম

চট্টগ্রাম:: প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২০ নভেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, বাংলাদেশ বিরোধীরা গণতন্ত্রের শত্রু।

 আগুন সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়।  

তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে।  আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহেদা সুলতানা, রওশন আরা বেগম, সম্পাদক মণ্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস ডলি, রোকেয়া বেগম, জাহানারা নাজনীন, অ্যাড. বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন, রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার, কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের, অ্যাড. রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, দেলোয়ারা বেগম, অ্যাড. লক্ষ্মী রাণী চক্রবর্তী, লিপি দেওয়ানজি, পারভীন আকতার, নার্গীস আকতার, মীরাবাঈ দেবী, ইয়াসমিন আকতার জুগ্নু , জেবুন্নাহার মুক্তা, ইসমত আরা ফেন্সী, শাহিনুর আকতার বিউটি প্রমুখ।  

সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব‍্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪০০ কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।