ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে কাগজ কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
নগরে কাগজ কারখানায় অগ্নিকাণ্ড ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী শিল্প এলাকার ম্যাক পেপার মিলস নামে একটি কাগজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর সাড়ে চারটায় আগুন লাগে।

প্রথমদিকে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুড়ে যায় কারখানার বেশিরভাগ মালামাল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হারুন পাশা বলেন, খবর পেয়ে ৬টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।