ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে দালাল গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
চমেক হাসপাতাল থেকে দালাল গ্রেফতার  আদনান শিকদার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আদনান শিকদার (২২) নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদনান শিকদার নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস এলাকার ইউসুফ সিকদারের ছেলে।  

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, গ্রেফতার আদনান শিকদার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে বিভিন্ন রোগী ও আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করতেন তিনি।

হাসপাতালের সামনে অয়ন ফার্মেসির দালাল হিসেবে তিনি কাজ করতেন। আদনান শিকদারকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।