ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বিশ্বে নজীরবিহীন: হেলাল আকবর চৌধুরী বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বিশ্বে নজীরবিহীন: হেলাল আকবর চৌধুরী বাবর বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বাংলাদেশের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের যে পারস্পরিক সহাবস্থান তা বিশ্বের বুকে নজিরহীন। সম্প্রীতির যে পরিবেশ বাংলাদেশে বিরাজমান তা আমাদের গর্ব করার মতো।

আর তা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে।  
 
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে এনায়েত বাজার গোয়ালপাড়া হাজারী পুকুরে প্রতিমা বির্সজনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হলো অসাম্প্রদায়িক। আওয়ামী লীগ নেতৃাত্বধীন সরকার ক্ষমতায় আছে বলে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিই হোক আমাদের আসল পরিচয়।

এ সময় কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু ,সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, মো. ঈসমাইল মনু, মানিক ঘোষ, অশোক ঘোষ, বিপু ঘোষ বিলু, সহোদেব ঘোষ, গীতা রুদ্র, মিনা চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, সুজিত ঘোষ, মো. একরামুল্লা, দিপু নাথ, গোপাল ঘোষ, রতন ঘোষ, মোরশেদ আলম, একে মাসুদ, মো. ফরিদ, রাজু ঘোষ, বিকাশ ঘোষ, রকি ঘোষসহ এনায়েত বাজারের ১৪টি পূজামণ্ডপ এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারি কলোনি সনাতন ধর্ম দুর্গাপূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া বাবুলাল ঘোষ পূজা উদযাপন পরিষদ,  গোয়ালপাড়া মহিলা সমিতি পূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া শিল্পী সংঘ পূজা উদযাপন পরিষদ, মঙ্গলময়ী কালীবাড়ী পূজা উদযাপন পরিষদ, ব্রজধাম দুর্গামন্দির পূজা উদযাপন পরিষদ, রেলওয়ে কর্মকর্তা দুর্গাপূজা উদযাপন পরিষদ হাসপাতাল কলোনি, ১ নম্বর এনায়েত বাজার দুর্গাপূজা উদযাপন পরিষদ (সংগীত পরিষদ), জুবিলি রোড পূজা উদযাপন পরিষদ, লাভ লেন দয়াময়ী কালীবাড়ী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।