ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, অক্টোবর ২, ২০২২
পটিয়ায় ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে মো. ফাহিম (২২)  নামে এক দোকান কর্মচারী ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লাখেরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম একই উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি লাখেরায় একটি দোকানে চাকরি করতেন।
এ ঘটনায় মূল অভিযুক্ত মো. রনিকে বিকেলে সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানার পশ্চিম চরপাথরঘাটা এলাকা থেকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার।

তিনি বলেন, মোহাম্মদী খালে বাঁশের খুঁটিতে নৌকা বাঁধা নিয়ে ফাহিম ও রনির বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে সমাধান হয়ে যায়। রোববার সকালে ফাহিম দোকানে বসে থাকাবস্থায় রনি ফাহিমের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আটক মো. রনি একই উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের আবদুল মান্নানের ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফাহিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।