ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই মাস পর শূন্যে নামলো করোনা সংক্রমণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
দুই মাস পর শূন্যে নামলো করোনা সংক্রমণ  ...

চট্টগ্রাম: দুই মাস ৭ দিন পর চট্টগ্রাম করোনার সংক্রমণ শূন্যে নেমেছে। এর আগে গত ১১ জুন চট্টগ্রামে করোনা আক্রান্ত ছিল না চট্টগ্রামে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯টি ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়।

করোনা সংক্রমণ কমলেও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।

সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে গুরুত্বারোপ করছেন তারা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৮০৪ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৮৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।