ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার বক্তব্য দেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী।

চট্টগ্রাম: পেশাগত দায়িত্ব পালনকালে আদালত ভবন প্রাঙ্গণে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন সিকদার ও আনিসুজ্জামান লিমনের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিক্ষোভ সমাবেশ করবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।  

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সিইউজে কার্যালয়ে জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠেয় মানববন্ধনে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  

সভার সিদ্ধান্ত অনুযায়ী দোষী আইনজীবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদের সনদ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হবে।

 

>> আদালত চত্বরে আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক 

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।