ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, আগস্ট ১৫, ২০২২
শোক দিবসে মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা  ...

চট্টগ্রাম: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন-১১।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে মা ও শিশু মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাহিদুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক ডা. মো. রবিউল ফয়েজ, ডা. মিনহাজ আহমেদ, ডা. মীর কাসিম শাওন, ডা. শফিকুল আজম চৌধুরী, ডা. ফখরুল ইসলাম রবিন, ডা. অনিক দাস, ডা. জয়সুরি দাস জনি, ডা. আদিত্য সেন জয়, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আল শাহরিয়ার শাহীর প্রমুখ।

পরে বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।