ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় ঘুরতে গিয়ে হামলার শিকার পর্যটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
পতেঙ্গায় ঘুরতে গিয়ে হামলার শিকার পর্যটক 

চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। এতে ৫ জন আহত হয়।

এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে ট্যুরিস্ট  পুলিশ।  

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, শাহাদাত হোসেন, আখতারুজ্জামান বাবু, মিহির হোসেন, রিফাত পিয়াস ও তানভীর হিরা।

আহত আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, নোয়াখালী থেকে ৩৫ জনের একটি পর্যটক টিম নিয়ে আমারা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দেখ এলাকায় যাই। সেখানে আমাদের সঙ্গে থাকা একজন ঘোড়ায় ওঠে। ওঠার সময় ৫০ টাকা কথা বললেও নামার পরে ১০০ টাকা দাবি করে। এই নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।  

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বাংলানিউজকে বলেন, পতেঙ্গায় ঘোড়া মালিকের সঙ্গে পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ট্যুরিষ্ট পুলিশ আছে। এ ঘটনায় অপরাধী কাউকে ছাড়া  হবে না।

ট্যুারিস্ট পুলিশের পরিদর্শক মো. ঈসরাফিল মজুমদার বাংলানিউজকে বলেন, ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের  পতেঙ্গা থানায় হস্তান্তরের হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।