ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মীম, সম্পাদক সহদেব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
চবি কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মীম, সম্পাদক সহদেব

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে৷ এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুন নাহার মীম ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সহদেব কুমার সেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম ।

কমিটিতে সহ সভাপতি পদে মো. মাসুম পারভেজ, অপূর্ব চন্দ্র রায়, আশিক হাসান আকাশ, মাসুদ রানা, রিপন কুমার রায়।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দোলন পাল জয়, আজিজুল হাকিম, মো. রেজাউল হক, মিজানুর রহমান শামীম, জান্নাতুল ফেরদৌস শুভ, খুরশিদ কামাল তুষার, সিনথিয়া আহমেদ মোনালী, মশিউর রহমান সুজন, মো. আল মামুন, রোকনুজ্জামান রিয়াজ, মেহেদী হাসান রিপন, ধ্রুব রায় অনিক। সাংগঠনিক সম্পাদক পদে দীপন বণিক, আরাফাত  রহমান, মো. আল-আমিন সাগর, আনিস অভি, মো. রাসেল আহমেদ, মো. মোসাদ্দেকুর রহমান, মো. মেজবাউল কবির, ফররুক আহাদ, রেজওয়ান রাকিব, আবু তালহা, মো. মাহাবুবুর রহমান, মো. মানজান হোসেন, মাহামুদুল হাসান মারুফ, মেহেদী হাসান নয়ন, দপ্তর সম্পাদক পদে রাউফুন প্রামাণিক, উপ-দপ্তর সম্পাদক পদে রেজাউল ইসলাম, হাবিবুর জোয়ার্দার, আতিকুর রহমান হিমু। প্রচার সম্পাদক পদে শাহ আজিজ ইমন, সহ প্রচার সম্পাদক পদে হামিদা মিষ্টি, মাইনুল ইসলাম, আরাফাত শাহরিয়ার জিম। আপ্যায়ন সম্পাদক পদে আবু তাহের তারেক, সহ আপ্যায়ন সম্পাদক পদে আপেল মাহমুদ, বাদশা খান। অর্থ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস শিফা, উপ অর্থ সম্পাদক পদে সাজিদ হোসাইন, সৈকত জামান সজীব, আইন ও শৃঙ্খলা সম্পাদক পদে মোন্নাফ আলী, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে এস এম রাশেদুল ইসলাম শিমুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে লাভলু মিয়া, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জিসাদ জিকরুল, ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় কুমার শীল, সহ ক্রীড়া সম্পাদক পদে আল মাহামুদুল হাসান সোহাগ, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. বেলাল খান, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক পদে মো. মারুফ। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মাহমুদুল হাসান মুরাদ। সাহিত্য ও সংস্কৃতি সহ সম্পাদক পদে গোলাম শাহরিয়ার নয়ন। ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সুজানা সুহা, মুন্নী খান, মমতাজ জাহানকে মনোনীত করা হয়।  

এছাড়া এ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লিজান আহমেদ, আখিঁ তারা, মো. আরিফুজ্জামান, হারুন অর রশিদ, মেহেদী হাসান মাসুম, মাসুদ, রাজু খান রানা, আসিফ, জোবায়ের, অজয়, জিয়ন, মাসুদ, নুরুল, মিশু, নাজমুল শুভ, মাহিন উদ্দিন, রাফিক সাইদী, শিহাব, আল-আমিন, মশিউর, জীবন, মিলন রনি, মারুফ, মুগ্ধ, তানিম, রবু, চয়ন, আব্দুল আলিম, লুৎফর রহমান, আবু তালেব, আরিফ মিয়া, আরাফাত হোসেন, নুর হোসেন, সাকিব হাসান নিলয়, আক্তারুজ্জামান আপেল, হাবিবা সুলতানা মিম।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।