ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মিলন বঙ্গমাতা: দেবাশীষ পাল দেবু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মিলন বঙ্গমাতা: দেবাশীষ পাল দেবু দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়।

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, শাশ্বত বাঙালি নারীত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মিলন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শিশু বয়সে এতিম হওয়া কিশোরী রেনুই সমাজ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ মুজিবকে জাতির মুক্তির লক্ষ্যে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে উদ্বুদ্ধ করেছেন।

 

কারাগারের চার দেয়ালে বন্দী শেখ মুজিবের স্ত্রী কিন্তু টাকা দিয়েও ঢাকা শহরে মাথাগোঁজার বাড়ি ভাড়া পাননি। অথচ এতো কষ্টেও দমে না গিয়ে তিনিই ছিলেন কারাবন্দী মুজিব ও আওয়ামী কর্মীদের যোগসূত্র।

নিজের ও সন্তানদের ভবিষ্যৎ চিন্তা না করে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী বন্দী মুজিবকে প্যারোলে কারামুক্ত হতে নিষেধ করে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হতে সাহস জোগান। বাংলার স্বাধীনতার ইতিহাস তাই তাঁকে ছাড়া অসম্পূর্ণ।

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে নগরীর টিআইসি মিলনায়তনে নারী সমাবেশে  দেবাশীষ পাল দেবু এসব কথা বলেন।  
        
নারীনেত্রী নুসরাত জাহান শাওনের সভাপতিত্বে ও রুবি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম।

আলোচনায় অংশ নেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুর নবী পারভেজ, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, মো. ইসমাইল, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, শহীদুল ইসলাম, মাকসুদুর রহমান, দিদারুল আলন, সাদ্দাম হোসন জয়, সৈয়দ নুর, আবদুল্লা আল মামুন তুহিন, সাইফুজ্জামান, তারিকুল ইসলাম টারজান, কোরবান আলী আজাদ, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হাসান, ইফতেখারউদ্দিন ইফতি, সজীব কান্তি দাশ, জামাল হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আক্তার, সিনতিয়া জেরিন, নজরুল ইসলাম টিপু প্রমুখ।

সভা শেষে উপস্থিত দুস্থ নারীদের মধ্যে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।