ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিথ্যা ঘোষণায় মদ আমদানির ঘটনায় ৫ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
মিথ্যা ঘোষণায় মদ আমদানির ঘটনায় ৫ মামলা ফাইল ছবি

চট্টগ্রাম: সম্প্রতি মিথ্যা ঘোষণায় বেপজার আইপি জাল করে মদ আমদানির মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অপচেষ্টার ঘটনায় ৫টি মামলা করেছে কাস্টম হাউস।

নগরের বন্দর থানায় রোববার (৩১ জুলাই) একটি এবং সোমবার (১ আগস্ট) ৪টি মামলা হয়েছে।

সব মামলার বাদি কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা।  

বিষয়টি বাংলানিউজকে জানান, কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

 

তিনি জানান, তিনটি মামলায় সিঅ্যান্ডএফ ও তাদের কর্মচারীকে আসামি করা হয়ছে। যে দুইটি কনটেইনার খালাসের লক্ষ্যে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সেই দুইটি মামলায় শুধু আমদানিকারককে আসামি করা হয়েছে।  

দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪, বাংলাদেশ পেনাল কোড ১৮৬০ এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।  

>> বন্দর থেকে খালাস মদের বড় চালান আটক

>> এবার বন্দরের ভেতর মদের চালান আটক

>> দুই কনটেইনার মদে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা 

>> এবার মোংলা ইপিজেডের প্রতিষ্ঠানের নামে এলো মদ

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।